শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

MS Word Shortcut keys pdf book free ,মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি পিডিএফ

মোঃ নাছির উদ্দিন / ২১০৫ বার
আপডেটের সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩
MS Word Shortcut keys pdf book free ,মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি পিডিএফ

কীবোর্ড শর্টকাট PDF ফাইল সহ কম্পিউটার কীবোর্ড শর্টকাট এর গুরুত্বপূর্ণ যত টেকনিক আছে সবগুলো নিয়ে আজকের পোস্টে আলোচনা করব। বিশেষ করে যারা এম এস ওয়ার্ড শর্টকাট PDF ফাইল খুজছেন, তারা এই পোস্ট থেকে বাংলা কীবোর্ড শর্টকাট গুলো এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবেন।
MS Word Shortcut Keys PDF that will help you out for easy typing and short formulas on the keyboard. These shortcuts improve your productivity task and give you fantastic smoothness. Friends we have posted this PDF here to help you for improving your typing productivity. These MS Word Keyboard shortcuts for beginner works with all versions of MS Word 2003, MS Word 2007, MS Word 2010, MS Word 2013, MS Word 2016, MS Word 2019 & Office 365. In this blog, you will learn how to use basic word shortcuts.. MS Word Shortcut Keys PDF
কম্পিউটার কিবোর্ড এর ব্যবহার আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কম্পিউটার কীবোর্ড শর্টকাট টেকনিক বিষয়ে আমরা খুব বেশি কিছু জানি না। কম্পিউটারের শর্টকাট কমান্ড বিষয়ে পরিপূর্ণ আইডিয়া থাকলে কম্পিউটারে কাজ করার সময় যে কোন কাজ অল্প সময়ে দ্রুততার সহিত সম্পাদন করা সম্ভব হয়।
মাইক্রোসফট অফিস একটি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ডকুমেন্ট সফটওয়্যার। অফিস, বাসা -বাড়ী, স্কুল-কলেজ সবখানেই এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বাড়াতে কিবোর্ড শর্টকাটের জুড়ি নেই। কি-বোর্ড শর্টকাট জানা থাকলে আপনি মাউস এড়িয়ে দ্রুত অনেক কিছু করতে পারবেন।

সকল কীবোর্ড শর্টকাট

এই আর্টিকেলে আমরা কীবোর্ড শর্টকাট গুলো অক্ষর ভিত্তিক ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এই কীবোর্ড কমান্ডের মাধ্যমে এম এস ওয়ার্ড শর্টকাট বাংলা, এম এস এক্সেল কীবোর্ড শর্টকাট, উইন্ডোজ কীবোর্ড শর্টকাট, ফেসবুক কীবোর্ড শর্টকাট এবং কম্পিউটার ব্রাউজার কীবোড শর্টকাট সম্পর্কে ভালো করে জানতে পারবেন।

MS Word এর সকল কীবোর্ড শর্টকাট

এমএস ওয়ার্ড কম্পিউটারের বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। অফিস-আদালত সহ ব্যক্তিগত কাজের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। তাই এমএস ওয়ার্ড শর্টকাট প্রসেসটি জানা থাকলে কাজ দ্রুতভাবে করা সম্ভব।

এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট বাংলা
Ctrl+A ফাইলের সব কিছু সিলেক্ট করা (একটি পাতায় যা কিছু আছে, সবকিছু সিলেক্ট হবে)
Ctrl+B সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা
Ctrl+C সিলেক্ট করা যে কোন কিছু কপি করা
Ctrl+D ফন্ট ডায়লগ বক্স শো করা
Ctrl+E সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া
Ctrl+F কোন কিছু খোজা
Ctrl+G নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয়
Ctrl+H রিপ্লেস ডায়লগবক্স বের করা
Ctrl+I সিলেক্ট করা টেক্সকে ইটালিক/বাঁকা করা
Ctrl+J টেক্স জাস্টিফাই করা
Ctrl+K সিলেক্ট করা যে কোন কিছু লিংক করা
Ctrl+L টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে
Ctrl+M ডান দিকে ট্যাব দেওয়া
Ctrl+N নতুন ডকুমেন্ট ফাইল খোলা
Ctrl+O পুরাতন বা সেভ করা খোলা
Ctrl+P কোন কিছু প্রিন্ট করার জন্য
Ctrl+R টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে
Ctrl+S নতুন/পুরাতন ফাইল সেভ করা
Ctrl+T বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো
Ctrl+U টেক্স এর নীচে আন্ডারলইন করা
Ctrl+V কপি করা যে কোন কিছু পেষ্ট করা
Ctrl+W প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত
Ctrl+X সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয়
Ctrl+Y পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo)
Ctrl+Z পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Undo)

OR

MS Word Shortcut keys,
যারা প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য এই কমান্ড গুলো অনেক কাজ দিবে।
MS Word Shortcut keys pdf book free ,মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কি পিডিএফ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x