শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি করার ৫টি কার্যকারী উপায়

মোঃ নাছির উদ্দিন / ১০০৭ বার
আপডেটের সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

আমি ওয়েবসাইট মালিকদের কাছ থেকে যে সকল সমস্যার কথা সচারাচর শুনে থাকি এর মধ্যে অন্যতম হচ্ছে – সাইটে সীমিত ট্রাফিক। তারা সবাই অবিরত নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে, সাইটে কাংখিত/টার্গেটেড ট্রাফিক আনার জন্য।

যদি আপনি একটু নিজের কথা চিন্তা করি তাহলেই দেখবো যে, আপনিও ঠিক এমনই সমস্যায় আছেন। সাইট আছে কিন্তু কাংখিত ভিজিটর নেই।

অনেকটা এমন যে, পুরো সিনেমা হলে আপনি একাই বসে মুভি দেখছেন আর হাতে তালি দিচ্ছেন। (মজা করলাম)

তো আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি।

আমরা সমস্যা সম্পর্কে জানলাম, তো এখন সমাধান কি?

আমি আসলে একটু ভুল বললাম, শুধু সমাধান নয়, সঠিক ও কার্যকারী সমাধান কি?

আমি আসলে একটু ভুল বললাম, শুধু সমাধান নয়, সঠিক ও কার্যকারী সমাধান কি?

এখানে আমি ওয়েবসাইট মালিকদের এবং মার্কেটারদের জন্য এমন কিছু কার্যকারী পদ্ধতি নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে ওয়েবসাইটে বা ব্লগে টার্গেটেড ট্রাফিক আনা সম্ভব। যদিও এখানে এমন কিছু উপায়ও বলা হবে যেগুলি একটু বেশী সময় নিবে কার্যকরীতা দেখাতে, আবার এমনও কিছু উপায় আছে যেগুলি খুব দ্রুত আপনাকে কাংখিত ফলাফল দিবে।

৫টি কার্যকারী উপায়, যা ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে সাহায্য করবে

আসুন আমরা এমন কিছু কার্য়কারী উপায় সম্পর্কে জানি, যেগুলি সত্যিকার অর্থে আমার চাহিদা পূরণ করতে সক্ষম হবে। অর্থাৎ, আপনাকে কাংখিত কাষ্টমার বা ভিজিটর এনে দিবে।

১. লং টেইল কি-ওয়ার্ডগুলির দিকে বেশী লক্ষ্য দিন

এখন আর সেই সময় নেই যে আপনি শুধু একটি শব্দের কিওয়ার্ডগুলি নিয়ে কাজ করবেন আর র‌্যাংক আশা করবেন। আপনাকে লং-টেইল কিওয়ার্ড (Longtail Keyword) বেশী ব্যবহার করতে হবে, তাহলেই আপনি কাংখিত ভিজিটরের কাছে পৌছাতে পারবেন।

যেমন: আপনি ক্যানন ইন্কজেট প্রিন্টার বিক্রি করেন। আপনারই একজন টার্গেট কাষ্টমার যখন শুধু “প্রিন্টার” লিখে সার্চ করে তখন আপনার সাইটটি খুজে না পাবার সম্ভাবনা অনেক বেশী। কিন্তু সে যদি এভাবে গুগলে খুজতো “প্রোফেশনাল ক্যানন ইন্কজেট প্রিন্টার” তাহলে আপনাকে পাবার সম্ভাবনা অনেক বেড়ে যেত।

এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে শুধু মাত্র “প্রিন্টার” কথাটি লিখে গুগলে মাসে প্রায় ৫৫০০০০ জন সার্চ করে কিন্তু সেখানে “প্রোফেশনাল ক্যানন ইন্কজেট প্রিন্টার” লিখে মাত্র সার্চ করে ৩০জন এর মত।

তাহলে কেন আমি এত বড় সংখ্যক ট্যাফিক বাদ দিয়ে মাত্র ৩০ জন কে টার্গেট করছি।  বিষয়টি খুবই সহজ, কারন এই ৩০ জনই মূলত আপনার টার্গেটেড কাষ্টমার। এদেরকে আপনি সাইটে আনতে পারলে কাংখিত সেল পেয়ে যাবেন।

এটাই লং-টেইল কিওয়ার্ড ব্যবহারের সবচেয়ে লাভজনক দিক।

২. আকর্ষনীয় টাইটেল ব্যবহার করা

একটি ভালো টাইটেল আপনাকে এনে দিতে পারে সাধারনের তুলনায় অনেক বেশী ভিজিটর। কারন, যখন আমার গুগলে কোনো কিছু সার্চ করি, তখন আমরা বেশীরভাগই শুধুমাত্র টাইটেল/শিরোনাম এর দিকে লক্ষ্য করে পেজে ভিজিট করে থাকি।

একটি ভালো টাইটেলের বৈশিষ্ট্য অনেক কিছুই হতে পারে – যেমন: টাইটেলটি কিওয়ার্ড ফোকাস হবে, অর্থবহ হতে হবে, টাইটেলের মাধ্যে সংখ্যা ব্যবহার করা যেতে পারে, যা ভিজিটরকে আকর্ষন করে।

এখানে আমি গুগলে সার্চ করেছি “how to lose weight fast” এই কিওয়ার্ড দিয়ে। রেজাল্টে আসা কিছু অংশ নিচে দেয়া হল-

ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি করার ৫টি কার্যকারী উপায়

ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি করার ৫টি কার্যকারী উপায়

এখানে লাল দাগ দিয়ে চিহ্নিত শব্দগুলি হচ্ছে পাওয়ার ওয়ার্ড, যা একজন ভিজিটরকে ঐ পেজে নিতে সাহায্য করে।

আশা করছি এখন আমরা বুঝতে পারছি যে, একটি আকর্ষনীয় টাইটেল কিভাবে তৈরি করা যায়।

৩. সঠিক ইন্টারনাল লিংক রাখা
আপনার সকল পোষ্ট সমান ভাবে জনপ্রিয় নাও হতে পারে বা সার্চ ইঞ্জিনে র‌্যাংক নাও করতে পারে।

তাহলে ঐ পোষ্টগুলিতে ভিজিটর বৃদ্ধি তরবেন কিভাবে?

উত্তরটি খুবই সহজ, সঠিক ভাবে ইন্টারনাল লিংক করে।

ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি করার ৫টি কার্যকারী উপায়

আপনাকে আগে খুজে পেতে হবে ঐসব পেজ বা পোষ্টগুলিকে যেগুলি গুগলে ভালো পজিশনে র‌্যাংক করে, অর্থাৎ ভালো ভিজিটর পায়। এবার ঐসব পেজ বা পোষ্টগুলি থেকে নতুন বা কম জনপ্রিয় পোষ্টগুলিকে লিংক করে দিন। এতে করে ঐ পেজটিতে ট্রাফিকের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাবে।

উইকিপিডিয়াকে লক্ষ্য করলেই দেখবেন, তাদের প্রতিটি পেজ এতো ভালো র‌্যাংক করার মূলেই রয়েছে, সঠিক নিয়মে ইন্টারনাল লিংক।

৪. ফেসবুক এ নিস (Niche) ভিত্তিক গ্রুপ তৈরি করুন

বর্তমানে সবাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সময় দিতে পচ্ছন্দ করে। তাই আপনি যদি আপনার নিস ভিত্তিক কোনো গ্রুপ তৈরি করেন, তাহলে সেখানে একই মানসিকতার ভিজিটরদের পাবেন। যারা আপনার সাইটের যে কোনো পোষ্টকেই স্বাদরে গ্রহন করবে।

তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে, গ্রুপে শুধু মাত্র আপনি প্রোমোশনাল পোষ্ট দিলে চলবে না। আপনাকে ভিজিটর বা অন্যান্য মেম্বারদের মতের প্রাধাণ্য দিতে হবে।

ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি করার ৫টি কার্যকারী উপায়

এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে আপনি আরো টার্গেটেড ট্রাফিক পেতে পারেন।

৫. ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট ইন্টারফেস

আপনার সাইটে একজন ভিটিটর আসার পরে প্রথম দর্শনেই আপনার সাইটটি যেন সহজে বুঝতে পারে, এমন ইন্টারফেস তৈরি করতে হবে।

অর্থাৎ, ব্যবহারকারীকে যেন আপনার সাইটের কাংখিত পেজে যেতে কোনো সমস্যার সম্মূখীন হতে না হয় বা খুঁজতে না হয়।

ওয়েবসাইটে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি করার ৫টি কার্যকারী উপায়

আপনার সাইটে একজন ভিজিটর আসলে সে যেন নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যবোধ করে। তার জন্য আপনি আপনার সাইটে সুন্দর মেনু রাখতে পারেন, প্রয়োজনমত রাইট সাইটবার ব্যবহার করা, গোছানো একটি ফুটার ব্যবহার করা ইত্যাদি।

আপনি যদি এভাবে করে আপনার সাইটটিকে নিয়ে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি টার্গেটেড ভিজিটর/কাষ্টমার পেতে সক্ষম হবেন। শুধুতাই নয়, আপনার সাইটে ভিজিটরের সংখ্যাও বেড়ে যাবে।

যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে দয়াকরে পোষ্টটি সবার সাথে শেয়ার করুন এবং নতুনদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ

আমার ফেসবুক পেজে লাইক দিন  

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: মোঃ নাছির উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x