বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ও ইংরেজিতে আবেদন পত্র।

মোঃ নাছির উদ্দিন / ১২৯৩৮ বার
আপডেটের সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ও ইংরেজিতে আবেদন পত্র।

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ও ইংরেজিতে আবেদন পত্র।পিডিএফ ও ওয়ার্ড ফা্ইল ডাউনলোড করুন ফ্রি

কভার লেটার লেখার আগে করণীয়

যে প্রতিষ্ঠান বা কোম্পানিতে আবেদন করবেন আগে ঐ প্রতিষ্ঠানের কাজ, কর্মকর্তার-কর্মচারীবৃন্দের কর্মকাণ্ড, চাকরি প্রত্যাশী ও প্রতিযোগিদের ধরন ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানুন। অবশ্যই কভার লেটার লিখতে বা তৈরি করতে বসার আগে চাকরির বিজ্ঞাপনের বর্ণনা ভালোভাবে পড়ে নিবেন। ওখানকার টার্মগুলোই লেটারে ব্যবহার করার চেষ্টা করবেন।

কভার লেটারে যেসব বিষয় থাকবে

  • কভার লেটার লেখার আগে আপনি যে প্রতিষ্ঠানটিতে সিভি দিচ্ছেন সে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জেনে নিন।শুরুতেই তারিখ, কার নিকট লিখছেন ,প্রতিষ্ঠানের নাম ,ঠিকানা ইত্যাদি কভার লেটার এর বাম পাশে ধারাবাহিক ভাবে লিখবেন।
  • কোন পজিশন এর জন্য আপনি এপ্লাই করেছেন সেটি সাবজেক্ট এ উল্লেখ করবেন।
  • আপনি আপনার কভার লেটার লেখার উদ্দেশ্য টি সুন্দর করে তুলে ধরুন। চাকরির সোর্স আপনি কোন পত্রিকা বা অনলাইন পোর্টাল থেকে পেয়েছেন তাও উল্লেখ করুন।
  • এরপর আপনি কেন এ চাকরির জন্য যথার্থ তা লিখুন সংক্ষেপে। এ অংশে আপনার দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখুন।
  • আপনি যে কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরির সিভি দিতে বা চাকরি নিতে চাচ্ছেন, সে প্রতিষ্ঠানে চাকরি হলে, আপনি প্রতিষ্ঠানটির জন্য কী কী ভালো সুযোগ-সুবিধা এনে দিতে পারবেন তা সম্পর্কে জানান। যাতে বুঝতে পারা যায় যে, আপনি সত্যি চাকরী টি করতে আগ্রহী এবং আপনাকে দিয়েই কাজটি হবেই হবে।

সর্তকতাঃ

  • সবসময়ে ছোট করে কভার লেটার লিখতে হবে।
  • সবসময়েই মার্জিত ভাষায় কভার লেটার লিখতে হবে।
  • পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য একটি সুন্দর ও সাবলীল বাক্য দিয়ে শুরু করুন।
  • অনেকে কভার লেটারে লিখে থাকেন যে এই চাকুরিটি পেলে তিনি ধন্য হবেন বা তার চাকুরিটি ভীষণ প্রয়োজন। এটি লেখা উচিত না। কারন নিয়োগকর্তা এসব নয়, বরং জানতে চান কেন আপনি ঐ কাজের জন্য যোগ্য। তাই সেই কথাটিকেই সংক্ষিপ্তাকারে অথচ কার্যকরভাবে তুলে ধরুন।
  • নিজের সম্পর্কে যেমন বানিয়ে কিছু বলার দরকার নেই, তেমনি দুর্বলতা প্রকাশেরও দরকার নেই।
  • কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট কভার লেটার সবচেয়ে বেশী রিজেক্ট হয় ।
  • অপ্রয়োজনীয় কোনো ব্যক্তিগত তথ্য দেবেন না।

 

আমরা যারা সম্প্রতি গ্র্যাজুয়েট করে বের হয়েছেন অথবা চাকরির আশায় আবেদন করে যাচ্ছেন তাদের অনেকেরই সঠিক আবেদনপত্র লিখতে না জানার কারনে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে । একটি ভালো আবেদনপত্র আপনার সম্পূর্ণ ব্যাক্তিত্ব প্রকাশ করতে পারে । চাকরিদাতা আপনার আবেদনপত্র দেখেই আপনার সম্পর্কে ধারনা করে থাকেন। নিচে বাংলায় সঠিক আবেদনপত্র লিখার কয়েকটি নমুনা (sample) দেওয়া হল ।

আবেদনপত্র -১

তারিখ-১৯/০৬/২০২১ খ্রিঃ
বরাবর,
অধ্যক্ষ
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা
ডেমরা, ঢাকা।

বিষয় ঃ অফিস সহকারী কাম-কম্পিটার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব
বিনীত নিবেদন এই যে, গত ১৪/০৬/২০২১ খ্রিঃ তারিখে “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, অফিস সহকারী কাম-কম্পিটার অপারেটর পদে আপনার মাদরাসায় ১ জন লোক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের আমি একজন প্রার্থী। আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি নিম্নরুপঃ

১. নামঃ মোঃ নাছির উদ্দিন
২. পিতার নামঃ ………………
৩. মাতার নামঃ ………………

৪. বর্তমান ঠিকানাঃ ………………………………………………………………..।
৫. স্থায়ী ঠিকানাঃ …………………………………………………………………….
৬. জন্ম তারিখঃ ০৪/০৪/১৯৯৭
৭. জাতীয়তাঃ বাংলাদেশী
৮. ধর্মঃ ইসলাম
৯. মোবাঃ ০১৮৭৯২৭০০০০০
১০. জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ ২৮৫৪৪৪৯০২৮৪৪
১১. শিক্ষাগত যোগ্যতাঃ

 

পরীক্ষার নাম বিভাগ/বিষয় পাশের সাল জিপিএ/শ্রেনী বোর্ড/বিশ্ববিদ্যালয়
এস এস সি মানবিক ২০০৮ ৪.৬৯ যশোর
এইচ এস সি মানবিক ২০১০ ৪.৪০ যশোর
স্নাতক ইংরেজি ২০১৫ ৩.70 খুলনা বিশ্ববিদ্যালয়
স্নাতকোত্তর ইংরেজি ২০১৭ ৩.৩০ খুলনা বিশ্ববিদ্যালয়

 

১২. কম্পিউটার দক্ষতাঃ এম এস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন্টারনেট ইত্যাদি

অতএব, জনাবের নিকট আবেদন আমার উপরোক্ত বিষয় গুলো বিবেচনা করে উক্ত পদে নিয়োগ দানে আপনার সু-মর্জি কামনা করছি।

নিবেদক

(মোঃ নাছির উদ্দিন)
সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি।
৪। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

 

 

আবেদনপত্র -২

Date: 18 June 2019
To
The Head of Human Resource Division

Dutch-Bangla Bank Limited
119-120, Motijheel C/A
Dhaka-1000
Subject: Application for the post of Senior Assistant Officer (Cash).
Dear Sir
I would like to bring my considerable experience and skills of the banking sector to your company.
In response to your advertisement on the dutchbanglabank.com website, I am putting my name forward for your vacancy. The accompanying resume should serve to give you a good idea of not only my past achievements but also my future potential.
I would be a perfect fit for this position and would be more than able to meet your customers expectations in terms of efficiency, accuracy, timeliness and professionalism of response. For the past three years I have been working for United Commercial Bank, where I have gained a reputation for being accurate, honest and efficient in everything I do. I give all of my Banking customers a first class service whilst at the same time try to make them better off through our range of financial products.
On a more personal level I am self-motivated, positive and have an enthusiastic ‘can do’ attitude. I have considerable knowledge of all the attributes that you are specifically looking for, namely; promoting a banks solutions, handling financial transactions, dealing with large cash deposits or with-drawls, and being able to work as part of a team. Added to this I possess the personal skills needed to establish and manage internal or external relationships, attract new Bank customers and deepen existing customer relationships. As a natural sales person I will also be able to contribute towards any branches service and sales targets.
I very much hope you will invite me for an interview, and I would like to thank you in advance for taking the time to consider my application.
Yours sincerely,
Md. Harun Or Rashid
Chandpur Sadar, 3100
Chandpur
01710342xxx
E: Nasir@orrashid.com

চাকরির আবেদনপত্র লেখার নিয়ম,চাকরির আবেদন ফরম লেখার নিয়ম ,সরকারি চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ,বাংলায় চাকরির আবেদনপত্র লেখার নিয়ম ,বাংলা চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ,চাকরি ছাড়ার আবেদন পত্র লেখার নিয়ম ,চাকরির আবেদনের খাম লেখার নিয়ম ,চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ,গ্রামীণ ব্যাংকে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ,চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম ,বাংলায় চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ,NasirTechBD,

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x