বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

কি কাজ শিখবো?? কোনটা করবো?? কোনটাতে খুব দ্রুত ইংকাম করা যাবে?? কিভাবে শিখবো??

মোঃ নাছির উদ্দিন / ৯৯০৭ বার
আপডেটের সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

কি কাজ শিখবো??
কোনটা করবো??
কোনটাতে খুব দ্রুত ইংকাম করা যাবে??
কিভাবে শিখবো??
কোন ট্রেনিং সেন্টার ভালো হবে???
কতদিন ধরে শিখতে হবে?? 


যাঁদের মনে এ টাইপের প্রশ্নগুলো ঘুরপাক করছে,
তাঁদের জন্যই আজ আমার ক্ষুদ্র প্রচেষ্টা।
হয়তো আর্টিকেলটা আপনার মনোভূত হবে,
আবার মনের মত নাও হতে পারে।
বাট আমি ট্রাই করবো আমার ক্ষুদ্র নলেজ থেকে সহজে আপনাকে বুঝাতে।
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমার Practical Experience থেকেই শেয়ার করলাম।

কি কাজ শিখবো??? 

উত্তর : ভাই। কি কাজ শিখবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আপনি কোনটাতে বেশি আগ্রহী।
অথবা কোন কাজটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেটার উপর নির্ভরশীল। এখন নতুন অবস্থায় অনেকেই জানে না যে,
তাঁর আসলে কোন কাজটা ভাল্লাগে। সে একদিন শুনলো যে, একভাই ২০০ word এর ১টা Article লিখে মাত্র ২০/৩০/৪০ মিনিটে ১০ ডলার আর্ন করেছে। তাই সে ভাবলো সে Article লিখে আর্ন করবে। সে এখন এই কাজটা শিখতে চায়। গুগল করলো বা কারও কাছ থেকে জেনে নিলো এ সম্পর্কে। সে ভাবলো আমি তো Just লিখবো, এটাতো সবাই পারে। আমিও পারবো। তাই সে এটার উপর বেসিক নলেজ আয়ত্ত করলো। হোক সেটা গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। ঠিক কিছুদিন পর সে শুনলো এক ভাই ক্লাইন্টকে ১টা লগো করে দিয়ে২০ ডলার আর্ন করছে। অথচ ১টা লগো তৈরী করতে সময় লাগছে ৩০ মিনিট। সে এবার ভাবলো না আমি Article না লিখে ডিজাইন করে ফ্রীল্যান্সিং করবো। তাই সে Graphics Design এর পিছনে সময় দিতে লাগলো।
মোটামুটি সে Graphics Design এর Basic টা আয়ত্ত করলো। এবার সে শুনলো এক ভাই ওয়েবসাইট এর ১টা পেজ ডিজাইন করে ১০০ ডলার আর্ন করলো কয়েক ঘন্টায়। সে এখন আর Graphics Design শিখবে না। সে এখন web Design শিখবে। এক্ষত্রে লক্ষ্য করলে দেখা যাবে, তাঁর ভিতর লোভ জিনিসটা কাজ করতেছে। আর এটাই স্বাভাবিক। নতুন অবস্থায় লোভ কাজ করাটা অস্বাভাবিক কিছুই না।
এ লোভটাকেই সে কাজে লাগাতে পারে। এখন সে মোটামুটি ৩টা বিষয় সম্পর্কে Basic Idea নিলো।
এবার সে নিজেই বুঝতে পারবে যে, কোন কাজটা তাঁর ভাল্লাগে। যদি সে Web Designer হতে চায়,
তাহলে Graphics Design এ তাঁর মন কখনই বসবে না। তাঁর শুধু কোডিং করতেই মন চাইবে।
আবার তাঁর Graphics Designer হওয়ার ইচ্ছা, কিন্তু সে Web Design শিখতেছে।
এক্ষেত্রেও Web Design এ তাঁর মন বসবে না। Graphics Design শেখার জন্য তাঁর মন উঁড়ু-উঁড়ু করবে। সো আপনার মন ১টা চাইবে, কিন্তু আপনি জোর করে মনের বিরুদ্ধে কাজ করবেন।
এটা কখনই ভাল ফলাফল দিবে না। আপনার মন যেটাকে প্রাধান্য দিবে,
সেটা শেখাটাই বেটার হবে। সো ফ্রীল্যান্সিং এর নাম শুনলেই উড়ন্ত বাতাসে Lungi টা আকাশে উঠাই দিয়েন না।
তাহলে ফ্রীল্যান্সার হওয়া তো দূরের কথা, এর কাছেও যেতে পারবেন না।

এখন প্রশ্ন হলো:
তাহলে আমি কি করবো???
আমি বলবো, আপনি কয়েকটা বিষয় নোট করুন। যে কাজগুলো পপিউলার(popular) & Demand আছে ….এ রকম কয়েকটি কাজ উদাহরণ হিসেবে হলোঃ

১)Android Application Development.
2)Web Design.
3)Web Development.
4)SEO.
5)Digital Marketing.
6)Graphics Design.
7)Wordpress Theme Development.
8)Wordpress Theme Customization. 


এছাড়াও আরও অনেক কাজ আছে। সবগুলো লেখা পসিবল না। এখন আপনি তো সব বিষয় ১টু ১টু করে যাচাই করা সম্ভব না। তবে আপনি এগুলো সম্পর্ক ব্লগ পড়ে ১০-১৫ দিন সময় দিতে পারেন।
তাহলে বুঝবেন যে, কোনটা শিখতে হলে আপনাকে কি করতে হবে।
আমি আমার কথাই বলি। ২০১৫ সাল থেকেই খুব ইচ্ছা একজন Web Developer হবো।
তখন আমার পিসি ছিলো না। তবুও এক ভাইকে ফ্রীল্যান্সিং এর কথা বললে, তিনি বলেন…… Graphics Design শিখে খুব সহজে Earn করা যায়। উনার কথা শুনেই উনার কাছে Graphics Design এর কোর্স করি এবং মোটামুটি ১টা বাঁশ খাই। তখন আবার চিন্তা করলাম যে, আমিই ওয়েবের জগতেই যাবো।কোডিং আমার ভাল্লাগে।মোবাইল দিয়ে কোডিং করি প্রথমে। কোডিং এর অনেক ব্লগ পড়ে মোটামুটি বুঝতে পারলাম বিষয়টা।
তাঁরপর নিলাম পিসি।কিন্তু কিছুদিন পর এক ভাইয়ের মুখ থেকে শুনলাম, SEO ছাড়া নাকি web মূল্যহীন।পরে SEO শেখার জন্য অনেক সময় নষ্ট করি।কিন্তু কোডিং ছাড়া আমার ভালই লাগে না। পরে আবার Still হলাম।আমিই কোডিং ই শিখবো।মানে ওয়েবের জগতেই যাবো। এ কথাগুলো বলার উদ্দেশ্য হলো কারও কথায় কান দিবেন না। তাঁরপর ২০১৮ সালের জুন থেকে শুরু করলাম জার্নি। কিন্তু সম্ভব না। কয়েকমাসে HTML & CSS আয়ত্ত করলাম।বাপ-মা শুধু হড়া-লেয়ার লাই চিল্লায়। পরে আবার ব্রেক নিতে হলো।কিন্তু পুরোদমে ব্রেক নিই নাই।
মোটামুটি ফাঁকে ফাঁকে চালাই গেছি।এখনও Continue আছি।সো কি কাজ শিখবেন!! সেটা আশাকরি বুঝতে পেরেছেন।এবার আসেন দ্রুত ইংকাম এর কথা।এটা কখনই মাথায় আনবেন না। আমি মাথায় নিয়া কত বড় ভুল করছি সেটা আমি জানি। ভাই আমি কিন্তু মার্কেটপ্লেসে গিয়ে আবার কাজ শেখার জন্য বাহির হয়ে গেছি।
সো দ্রুত ইংকাম এর চিন্তা বাদ দিন। যেকোনো কাজে ৬মাস – ১বছর শেখার জন্য সময় দিন।
তবে কাজের ধরন অনুযায়ী আরও বেশিও লাগতে পারে।এবার আসেন!!!
=====


কিভাবে শিখবেন???
বা কোন প্রতিষ্ঠান থেকে শিখবেন???ভাই। 

আপনি যদি নতুন হয়ে থাকেন,তাহলে ভুলেও কোর্স করার চিন্তা মাথায় আনবেন না। অন্তত যে কাজে কোর্স করতে চান,সে কাজটা সম্পর্কে ৩মাস খুঁটিনাটি জানুন ও শিখুন। তাঁরপর আপনি কোর্সের চিন্তা করিয়েন।

তবে Youtube আর Google থেকে আপনি মোটামুটি মার্কেট-প্লেসে যাওয়ার মত কাজ শিখতে পারবেন।
এটা আমি গ্যারান্টি দিচ্ছি।সেটা যে কাজ ই হোক না কেন!!!আমি যেহেতু SEO/Graphics Design / Web Design & Development নিয়ে ঘাঁটাঘাঁটি করছি, সেহেতু এই তিনটা বিষয়ে আপনাকে মোটামুটি ১টা পরামর্শ দিতে পারবো আশাকরি।

১) Graphics Design : Professional Graphics Designer হওয়ার জন্য আপনাকে Adobe Photoshop, Illustrator সহ আরও কয়েকটা Tools এর ব্যবহার খুব ভালো করে জানতে হবে। কিভাবে Website এর জন্য PSD পেজ বানাবেন, UI/UX ডিজাইন।

এগুলো জানতে হবে। 
Youtube এ সার্চ দিলে হিউজ Tutorial পাবেন।তাছাড়া আমি ১টা Channel দেখছি একজন ভাইয়ের।
Channel Name: Learn With Shohag.এখানে মোটামুটি Project আকারে কিছু শিখতে পারবেন।এছাড়াও Youtube এ সার্চ করলে আরও পাবেন।আমার আর জানা নাই। যেহেতু আমি Web এর জগতে আছি। 😁😁😁

২) SEO : Youtube এ হিউজ Tutorial পাবেন। Nshamin & mfaruk ভাইয়ের Tutorial গুলো অনেক ভালো মানের। এগুলো ফলো করতে পারেন। Youtube & goggle এ সার্চ করুন।

৩) Web Design & Development: এই সেক্টর টা ঐ Sector গুলো থেকে অনেক ঝামেলাযুক্ত। বাট ReallyAwesome…
Web Design & Development সম্পর্কে Details বলতে পারবো না।কষ্টকরে গুগল সার্চ করুন।তবে কি কি শিখবেন…সেটা জেনে নিন।

#ওয়েব_ডিজাইন কে সাধারণত Frontend ডেভেলপারও বলা হয়ে থাকে।
আর Frontend বা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য আপনার এই বিষয়গুলা জানা আবশ্যক। 

১)HTML & CSS.
2)PSD TO HTML.
3)RESPONSIVE WEB DESIGN.
4)BOOTSTRAP.
5)JQUERY Plugin এর ব্যবহার।
৬)PSD TO BOOTSTRAP.
7)SASS.
8)GIT সম্পর্কে idea থাকতে হবে।
৯)JavaScript & এটার Framework

যেমনঃ React.
একজন ভালো মানের Web Designer হতে হলে JavaScript জানা বাধ্যতামূলক।
তবে প্রথমে আগের বিষয়গুলো শিখবেন।
তাঁরপর ইংকামের পাশাপাশি JavaScript টা শিখতে পারবেন।
এবার আসুন Web Development বা Backend Developer :

যা জানতে হবেঃ

১)Php (OOP).
2)HTML TO WORDPRESS.
3)ANY FRAMEWORK OF PHP.
4)Database জানতে হবে। যেমনঃ MySQL…
এছাড়াও যাঁরা Raw Javascript শিখবে খুব ভালো করে,
তাঁরা Frontend এর জন্য React & Backend এর জন্য Node.js শিখতে পারেন।
এই বিষয়গুলো ভালোভাবে শিখতে আপনার এক বছরেরও বেশি সময় লাগবে।
আপনি ডিজাইন পার্টটা ভালো করে শিখে,
তাঁরপর আর্নও করতে পারবেন।
পাশাপাশি Development টাও শিখতে পারবেন।

Web Design & Development এর জন্য কয়েকটি Channel Suggest করলাম।

১)RRF ONLINE FREE.
2)Coders Foundation.
3)Training With Live Project.
4)BITM….
আরও অনেক Channel আছে। 

সবগুলো Channel সাজেস্ট করা পসিবল না।
আপনারা খুঁজলে অনেক পাবেন।
তবে ভালো করে ২/৩টা Channel Complete করলে অনেক কিছুই শিখতে পারবেন।
যা ১টা Training Center কখনই আপনাকে শেখাতে পারবে না।

======

কিছু ভুল ধারনাঃ

১) ৩ মাসের ১টা কোর্স করে প্রতিমাসে ৫০০/১০০০ ডলার আর্ন করবো।
২) অন্য মানুষের কথায় মনোযোগ দেয়া। কে কি বলে না বলে এগুলো মাথায় না রাখলেই ভালো।
৩)২মাস ওয়েব ডিজাইন। ২মাস SEO… ২ মাস Graphics Design শিখে নিজেকে Expert ভাবা।
এটা হলো চরম বোকামী।
৪)আপনাকে অবশ্যই লক্ষ্য স্থির রেখে ধৈর্য্য সহকারে পরিশ্রম করতে হবে।

 ১টা কথা না বললেই নয়। Web বা Programming এর যেকোনো Sector এ যেতে হলে আপনাকে অবশ্যই html &Css সম্পর্কে ধারনা রাখতে হবে। 

প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এন্ড আপনার ফেইজবুক টাইম লাইনে রেখে দিন ।  আরো টিপস পেতে আমাদের সাইটে ভিসিট করুন।

www.nasirtechbd.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x