অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের তথ্য নিজে নিজে যাচাই করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েবসাইট everify.bdris.gov.bd -এ লগইন করে বিনামুল্য্যে জন্ম তথ্য যাচাই করতে পারেন।
জন্ম তথ্য যাচাই করার জন্য যা লাগবে:
১। জন্ম নিবন্ধন নম্বর (জন্ম নিবন্ধন সনদের উপরের অংশে ১৭ সংখ্যার নম্বর পাবেন)।
২। জন্ম তারিখ (জন্ম সনদে উল্লেখ থাকে)।
জন্ম তথ্য যাচাইয়ের জন্য প্রথমে https://everify.bdris.gov.bd/everify.bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Verify Birth Certificate মেন্যুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর “জন্ম তথ্য যাচাই” শিরোনামে একটি পাতা চালু হবে। “জন্ম তথ্য যাচাই” পাতায় থাকা Birth Registration Number -এর ঘরে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং Date of birth -এর ঘরে জন্ম তারিখ লিখে
নিচে থাকা Verify বাটনে ক্লিক করলে সংশিষ্ট নম্বরের অনূকুলে থাকা জন্ম তথ্য চলে আসবে। সরাসরি “জন্ম তথ্য যাচাই” পাতায় যেতে এখানে ক্লিক করুন।
যে সম্ভাব্য কারণে জন্ম তথ্য না আসতে পারে:
১। সংশ্লিষ্ট জন্ম সনদের তথ্য অনলাইনে আপলোড করা হয় নাই।
২। জন্ম নিবন্ধন সনদের নম্বর ভুল হয়েছে।
৩। জন্ম তারিখ ভুল হয়েছে।
নতুন নতুন টিপস্ ও রেডিমেট ডকুমেন্ট ফরমেট পেতে
আমার ফেসবুক পেজে লাইক দিন
তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: মোঃ নাছির উদ্দিন