এই আর্টিকেলে আমরা কীবোর্ড শর্টকাট গুলো অক্ষর ভিত্তিক ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এই কীবোর্ড কমান্ডের মাধ্যমে এম এস ওয়ার্ড শর্টকাট বাংলা, এম এস এক্সেল কীবোর্ড শর্টকাট, উইন্ডোজ কীবোর্ড শর্টকাট, ফেসবুক কীবোর্ড শর্টকাট এবং কম্পিউটার ব্রাউজার কীবোড শর্টকাট সম্পর্কে ভালো করে জানতে পারবেন।
এমএস ওয়ার্ড কম্পিউটারের বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার। অফিস-আদালত সহ ব্যক্তিগত কাজের জন্য এটি ব্যবহার হয়ে থাকে। তাই এমএস ওয়ার্ড শর্টকাট প্রসেসটি জানা থাকলে কাজ দ্রুতভাবে করা সম্ভব।
এম এস ওয়ার্ড কীবোর্ড শর্টকাট বাংলা | |
Ctrl+A | ফাইলের সব কিছু সিলেক্ট করা (একটি পাতায় যা কিছু আছে, সবকিছু সিলেক্ট হবে) |
Ctrl+B | সিলেক্ট করা টেক্সটকে বোল্ড করা |
Ctrl+C | সিলেক্ট করা যে কোন কিছু কপি করা |
Ctrl+D | ফন্ট ডায়লগ বক্স শো করা |
Ctrl+E | সিলেক্ট করা টেক্সকে পৃষ্ঠার মাঝে নেওয়া |
Ctrl+F | কোন কিছু খোজা |
Ctrl+G | নির্দিষ্ট পৃষ্ঠায় যাবার জন্য ব্যবহৃত হয় |
Ctrl+H | রিপ্লেস ডায়লগবক্স বের করা |
Ctrl+I | সিলেক্ট করা টেক্সকে ইটালিক/বাঁকা করা |
Ctrl+J | টেক্স জাস্টিফাই করা |
Ctrl+K | সিলেক্ট করা যে কোন কিছু লিংক করা |
Ctrl+L | টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের বাম দিকে নিতে |
Ctrl+M | ডান দিকে ট্যাব দেওয়া |
Ctrl+N | নতুন ডকুমেন্ট ফাইল খোলা |
Ctrl+O | পুরাতন বা সেভ করা খোলা |
Ctrl+P | কোন কিছু প্রিন্ট করার জন্য |
Ctrl+R | টেক্স পৃষ্ঠার/টেক্স বক্সের ডান দিকে নিতে |
Ctrl+S | নতুন/পুরাতন ফাইল সেভ করা |
Ctrl+T | বাম দিকের দ্বিতীয় লাইন থেকে নির্দিষ্ট স্থান দূরে সরানো |
Ctrl+U | টেক্স এর নীচে আন্ডারলইন করা |
Ctrl+V | কপি করা যে কোন কিছু পেষ্ট করা |
Ctrl+W | প্রোগ্রাম বন্ধ না করে নির্দিষ্ট ডকুমেন্ট বন্ধ করতে ব্যবহৃত |
Ctrl+X | সিলেক্ট করা যে কোন কিছুকে কাট করতে ব্যবহৃত হয় |
Ctrl+Y | পরবর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Redo) |
Ctrl+Z | পূর্ববর্তী কাজ সমূহে চলে যাবার জন্য (Undo) |