গ্রুপে প্রচুর হেল্প চেয়ে পোস্ট থাকে উইন্ডোজ সেটআপ করা নিয়ে। পেন ড্রাইভ বুটএবল করে পিসি সেটআপ করা খুবই সহজ। যদিও যারা একদমই নতুন তাদের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যায় অপারেটিং সেটআপ করা। তাই তাদের কথা বিবেচনা করেই একদম ধাপে ধাপে ভিডিও করে দেখিয়েছি সেটআপ প্রসেস। সকল ডাউনলোড লিংক ও দেয়া আছে ভিডিওর সাথে। আশা করছি নতুনদের খুব কাজে আসবে।
.
*কিভাবে সেটআপ শুরু করবেন
পেনড্রাইভ বুটএবল এবং লেটেস্ট উইন্ডোজ সেটআপ প্রসেস
.
১. প্রথমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন,
২. সব কিছু ভালো ভাবে বুঝেছেন মনে করলে ভিডিও অনুযায়ী প্রয়োজনীয় সব ডাউনলোড করুন,
৩. এবার আবার ভিডিও প্লে করে ভিডিও অনুযায়ী সফটওয়ারে অপশন গুলো পাচ্ছেন কিনা মিলিয়ে নিন,
৪. সন্তুষ্ট মনে হলে সেটআপ প্রসেস শুরু করুন,
৫. ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন বা সবচেয়ে সহজ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তীতে দেখাবো BIOS পরিচিতি।
.
এছাড়াও সরাসরি হার্ডডিস্ক থেকে উইন্ডোজ সেটআপ করার একটি পদ্ধতি আছে তাতে BIOS ও সেটআপ করার প্রয়োজন নেই। সেটার ভিডিও লিংক
.
আশা করছি নতুন পিসি ইউজারেরা খুব সহজেই এবার নিজের পিসি লেটেস্ট উইন্ডোজে সেটআপ করেতে পারবেন সহজেই।
এরপরও কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানান। আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো।
.
কম্পিউটার আর এর কম্পোনেন্ট নিয়ে এমন আরো কিছু পোস্ট নিয়মিত ভাবে করা হবে আমাদের ভালোবাসার এই গ্রুপে। কম্পিউটার সম্পর্কিত খুব বেসিক বিষয় গুলো নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করা হবে। আশা করছি লেখাগুলো আপনাদের কাজে আসবে।