বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

পার্শ্বেল সহকারী পদে আবেদন পত্রের নমুনা

মোঃ নাছির উদ্দিন / ১৩৮ বার
আপডেটের সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

আজকের এই পোষ্টটিতে পার্শ্বেল সহকারী পদে আবেদন পত্র কিভাবে লেখা যায় বা পার্শ্বেল সহকারী পদে আবেদন  পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।

যাইহোক আজকে এই পোষ্টের মাধ্যমে দৈনিক ভিত্তিতে ট্রফিক হেলপার পদে আবেদন পত্রের ফরমেট নিম্নে দেওয়া হবে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি আবেদন পত্র লিখতে হয় বা কিভাবে এপ্লিকেশন লিখতে হয়। আবেদন পত্রটি মাইক্রোসফট ওয়ার্ড এ লিখে তারপর প্রিন্ট করতে হবে। নিম্নের আবেদনপত্র নমুনা ফরমেট থেকে তথ্য পরিবর্তন করে নিজের একটি আবেদনপত্র তৈরি করে নিতে পারবেন।

OR

বরাবর

ব্যবস্থাপনা পরিচালক,

এস, এ পরিবহন,

২২-২৪, কাকরাইল,

শান্তিনগর রোড,ঢাকা

 

বিষয়ঃ ”পার্শ্বেল সহকারী “ পদে চাকুরীর জন্য আবেদন।

 

জনাব,

যথাবিহীত সম্মান পুর্বক বিনীত নিবেদন এই যে, বিশ্বস্থসূত্রে জানিতে পারিলাম আপনার স্বনামধন্য সেবাধর্মী  প্রতিষ্ঠান “পাশ্বের সহকারী” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হইবে। আমি উক্ত পদে একজন প্রার্থী হিসাবে আবেদন করিতেছি।

নিম্নে প্রয়োজনীয় কার্য্যক্রমের জন্য আমার বিস্তারিত বিবরণ বিশদভাবে পেশ করিলামঃ

০১। নামঃ                 মোঃ দিদার হোসেন

০২। পিতার নামঃ        মোঃ নাজির হোসেন

০৩। মাতার নামঃ        মাফিয়া বেগম

০৪। স্খায়ী ঠিকানাঃ      গ্রামঃ দিরামপুর,পোঃ চান্দ্রাগঞ্জ, থানাঃ ফরিদগঞ্জ, জেলাঃ চাঁদপুর।

০৫। বর্তমান ঠিকানাঃ    ১৪৫/৫৫, দক্ষিন মাদরটেক বাগান বাড়ী, ডাকঃ বাসাবো,

থানাঃ সবুজবাগ. জেলাঃ ঢাকা-১২১৪

০৬। জাতীয়তাঃ         বাংলাদেশী (জন্ম সূত্রে)

০৭। ধর্মঃ                  ইসলাম

০৮। জন্ম তারিখঃ     ০৪-০৭-২৯৯৫

০৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরিক্ষার নাম বিভাগ পাশের সন  ফলাফল বোর্ড
এস.এস.সি বিজ্ঞান ১৯৯৯ ৩.৫৬ কুমিল্লা
এইচ.এস.সি বিজ্ঞান ১৯৯৯ ৩.৫৬ কুমিল্লা

 

অতএব, মহোদয় দয়া করিয়া আমাকে আপনার প্রতিষ্ঠানে নিয়োগ করা হইলে আমি উর্দ্ধতন কতৃপক্ষের আদেশ নির্দেশ মানিয়া চলিব এবং আমার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিতে সদ সচেষ্টা থাকিবে।

 

                                                                                                                                       বিনীত নিবেদক

                                   আপনার একান্ত অনুগত

তাং-০১/০৫/২০২২ই

(মোঃ দিদার হোসেন)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x