আজকের এই পোষ্টটিতে যোগদান পত্র কিভাবে লেখা যায় বা দৈনিক ভিত্তিতে ট্রফিক হেলপার পদে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। আমাদের চাকুরী ক্ষেত্রে অনেক পারপাসে আবেদন পত্র লিখতে জানতে হয় চাকরির নিয়োগ পত্র লেখার নিয়ম, কোম্পানিতে যোগদান পত্র লেখার নিয়ম, সরকারি চাকরির জয়েনিং লেটার বা যোগদান পত্র লেখার নিয়ম, প্রভাষক পদে যোগদান পত্র লেখার নিয়ম, পুনরায় চাকরিতে যোগদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম আবার দৈনিক ভিত্তিতে ট্রফিক হেলপার পদে আবেদন পত্র লেখার নিয়ম ও আবেদন পত্র বাংলা লেখার নিয়মও জানতে হয়। আমরা যারা যেকোন কিছুতেই যোগদান করিনা কেন, বেশিরভাগই ওইসব কোম্পানী বা অফিসে একটি যোগদান পত্র লিখে দিতে হয়। তার মধ্যে আমাদের মধ্যে যদি কেউ জীবনের প্রথম কোন যোগদানপত্র লিখতে হয় তখন যদিও আমরা যদি পেরেও থাকি তারপরও অন্যরা কিভাবে যোগদান পত্র লিখে থাকে তা একবার হলেও জানার ইচ্ছা থাকতেও পারে।
যাইহোক আজকে এই পোষ্টের মাধ্যমে দৈনিক ভিত্তিতে ট্রফিক হেলপার পদে আবেদন পত্রের ফরমেট নিম্নে দেওয়া হবে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি আবেদন পত্র লিখতে হয় বা কিভাবে এপ্লিকেশন লিখতে হয়। আবেদন পত্রটি মাইক্রোসফট ওয়ার্ড এ লিখে তারপর প্রিন্ট করতে হবে। নিম্নের আবেদনপত্র নমুনা ফরমেট থেকে তথ্য পরিবর্তন করে নিজের একটি আবেদনপত্র তৈরি করে নিতে পারবেন।
OR