আজকের এই পোষ্টটিতে যোগদান পত্র কিভাবে লেখা যায় বা যোগদান পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। আমাদের চাকুরী ক্ষেত্রে অনেক পারপাসে যোগদান পত্র (Joining Letter) লিখতে জানতে হয় যেমন- স্কুলে যোগদান পত্র লেখার নিয়ম, শিক্ষক পদে যোগদান পত্র লেখার নিয়ম, চাকরির নিয়োগ পত্র লেখার নিয়ম, কোম্পানিতে যোগদান পত্র লেখার নিয়ম, সরকারি চাকরির জয়েনিং লেটার বা যোগদান পত্র লেখার নিয়ম, প্রভাষক পদে যোগদান পত্র লেখার নিয়ম, পুনরায় চাকরিতে যোগদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম আবার যোগদান পত্র ইংরেজি লেখার নিয়ম ও যোগদানপত্র বাংলা লেখার নিয়মও জানতে হয়। আমরা যারা যেকোন কিছুতেই যোগদান করিনা কেন, বেশিরভাগই ওইসব কোম্পানী বা অফিসে একটি যোগদান পত্র লিখে দিতে হয়। তার মধ্যে আমাদের মধ্যে যদি কেউ জীবনের প্রথম কোন যোগদানপত্র লিখতে হয় তখন যদিও আমরা যদি পেরেও থাকি তারপরও অন্যরা কিভাবে যোগদান পত্র লিখে থাকে তা একবার হলেও জানার ইচ্ছা থাকতেও পারে।
যাইহোক আজকে এই পোষ্টের মাধ্যমে যোগদান পত্রের ফরমেট নিম্নে দেওয়া হবে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি যোগদান পত্র লিখতে হয় বা কিভাবে জয়েনিং লেটার লিখতে হয়। যোগদানপত্রটি মাইক্রোসফট ওয়ার্ড এ লিখে তারপর প্রিন্ট করতে হবে। নিম্নের যোগদানপত্র নমুনা ফরমেট থেকে তথ্য পরিবর্তন করে নিজের একটি যোগদানপত্র তৈরি করে নিতে পারবেন।
OR
নিচে (Job Joining Letter Format) যোগদানপত্র নমুনা ফরমেট দেওয়া হলোঃ-
তারিখ: ১৩/১০/২০২২ খ্রি.
বরাবর
প্রধান শিক্ষক
আধারা উচ্চ বিদ্যালয়
আধারা, নায়েরগাঁও বাজার
মতলব দক্ষিণ, চাঁদপুর।
বিষয়: কম্পিউটার ল্যাব অপারেটর পদে যোগদানের জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে,আপনার প্রেরিত কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগপত্র স্মারক নং আধারা/১৫/২০২২, তারিখ: ১০/১০/২০২২ খ্রি.এর প্রেক্ষিতে আমি মোঃনাছির উদ্দিন, পিতা: মোঃআবুল হোসেন, মাতা: রহিমা আক্তার, গ্রাম: পূর্ব কালিয়াইশ, ডাকঘর: কালিয়াইশ ওমরজান, উপজেলা: মতলব দক্ষিণ, জেলা: চাঁদপুর, অদ্য ১৩/১০/২০২২খ্রি. তারিখে সকাল ৯.৩০ ঘটিকায় আপনার বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে যোগদান করিলাম।
অতএব, আমার যোগদান পত্র গ্রহণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মহোদয়ের নিকট সবিনয় অনুরোধ করছি।
আপনার বিশ্বস্ত
মোঃনাছির উদ্দিন