গত কয়েকটি পর্বে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রকারভেদ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানার পর, এই পর্বে আমরা অন-পেজ-এসইও (On-page-SEO) বিভিন্ন প্রকার সম্পর্কে জানব। অর্থাৎ এই পর্বে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে কাছে গুরুত্বপুর্ন করার জন্য একজন ওয়েব ডিজাইনার কে যে যে বিষয়ে বিশেষ নজর দিতে হয় সেই সম্পর্কে জানব। সাধারণত এই বিষয় গুলিকেই অন-পেজ-এসইও বলা হয়ে থাকে।
অন-পেজ-এসইও
অন-পেজ-এসইও (On-page-SEO) বলতে মুলত কোন ওয়েবসাইট/ওয়েব পেজের ভিতরকার কাজকে বোঝায়। এই প্রকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেকাংশে HTML দ্বারা নিয়ন্ত্রিত।
কোন ওয়েবসাইটকে অন-পেজ-এসইও (On-page-SEO) করার জন্য প্রয়োজনীয় বিষয় গুলি নিচে ক্রমান্বয়ে আলোচনা করা হল।
1. টাইটেল (Titel) :
কোন ওয়েবপেজকে সংক্ষেপে প্রকাশ করার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ কোন ওয়েবসাইটের নির্দিষ্ট ওয়েব পেজকে ইউজারের বোঝার সুবিধার্থে টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়। অন্য দিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এই টাইটেল ট্যাগের গুরুত্ব অনেকটাই।
কোন ওয়েব সাইটের পেজগুলিকে সার্চ ইঞ্জিনের Crwlers যখন ভিজিট করে, তখন সর্বপ্রথম টাইটেলকেই সার্চ ইঞ্জিনের ডাটাবেসে স্টোর করে। এছাড়াও সার্চ ইঞ্জিনে সার্চ রেজাল্ট প্রকাশের ক্ষেত্রেও ওয়েবপেজের টাইটেল অনুযায়ী প্রকাশ করে।
টাইটেল (Titel) ব্যবহারের সময় লক্ষ্যনীয় বিষয়
কোন ওয়েব সাইটের টাইটেল নির্বাচনের সময় যে যে বিষয় গুলি নজর দেওয়া প্রয়োজন তা হল –
নতুন নতুন টিপস্ ও রেডিমেট ডকুমেন্ট ফরমেট পেতে
আমার ফেসবুক পেজে লাইক দিন