মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

মাইক্রোসফট ওয়ার্ড এর সম্পূর্ণ ক্লাস ( প্রথম পর্ব )

মোঃ নাছির উদ্দিন / ১৮৪৯ বার
আপডেটের সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
মাইক্রোসফট ওয়ার্ড এর সম্পূর্ণ ক্লাস ( প্রথম পর্ব )

Microsoft Office word এর বিবরণ

মাইক্রোসফট ওয়ার্ড কি?
উঃ মাইক্রোসফট ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার। এর সাহায্যে, দলিল,  প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা ছাড়াও প্রিন্ট দেওয়া, ছোটখাট ডিজাইন করা, বই তৈরি করাসহ বিভিন্ন কাজ করা হয়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত আছে। এটির ইন্টারফেস খুবই সহজ হওয়ার কারনে সামান্য কম্পিউটার জানা যে কোন ব্যক্তি তার প্রয়োজন অনুসারে কম্পিউটারে লেখালিখির কাজ সম্পাদন/সংরক্ষণ করতে পারেন।
মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা যা করতে পারব যেমন :
১. দলিল, প্রশ্ন, চিঠিপত্র টাইপ করা, প্রিন্ট করা
২. ডিজাইন করা।
৩. টেবিল এবং ডায়াগ্রাম তৈরি করা।
৪. ব্যক্তিগত নোট তৈরি করা ইত্যাদি।
মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করবো ?
উঃ Start> All Programs> Microsoft Office> Microsoft Office Word ২০০৭/২০১০/২০১৩-এ প্রবেশ করলে ডিফল্টভাবে এরকম একটি সাদা Page আমাদের সামনে ওপেন হবে।
মাইক্রসফট ওয়ার্ড এর কোন অংশ কে কি বলা হয় দেখে নিন
মাইক্রোসফট ওয়ার্ডডকুমেন্ট –এর লেখা মোছার নিয়ম:
ডকুমেন্ট এ কোন লেখা ভূল হলে তা মোছার জন্য দুটি পদ্ধতি রয়েছেঃ
১. Backspace Key: কী-বোর্ড থেকে Backspace Key চাপলে কার্সরের বামদিকে থেকে অক্ষর মুছে যাবে।
২. Delete Key: কী-বোর্ড থেকে Delete Key চাপলে কার্সরের ডানদিক থেকে অক্ষর মুছে যাবে।
মাইক্রোসফট ওয়ার্ডডকুমেন্ট –এর মোছা লেখা ফেরৎ আনার নিয়ম:
আমরা অনেক সময় ভুলবশত ডকুমেন্ট-এর লেখা কেটে ফেলি বা কেটে যায়,এ কেটে ফেলা লেখা ফেরত আনতে হলে Keybord থেকে Ctrl+Z ক্লিক করতে হবে।
লেখা সিলেক্ট বা ব্লক করাঃ
MS WORD এ কোন লেখাকে কালার করতে হলে প্রথমে লেখা সিলেক্ট করে নেওয়া জরুরী। লেখাকে বস্নক বা সিলেক্ট করলে তা কালো অংশে ঢেকে যায়। ইচ্ছা করলে মাউস এবং কিবোর্ড দিয়ে সিলেক্ট করা যায়। কিবোর্ড দিয়ে SHIFT কী চেপে ধরে অ্যারো কি চাপ দিতে থাকলে তা সিলেক্ট হতে থাকবে। ডকেমেন্ট এর পুরো লেখা সিলেক্ট করতে হলে Ctrl+A চাপতে হবে, নিচে দেখুন লেখা সিলেক্ট হয়েছে। লেখা সিলেক্ট করা বাতিল করতে হলে মাউস দিয়ে ডকুমেন্টের যে কোন জায়গায় ক্লিক করুন অথবা Keybord থেকে অ্যারো কি চাপ দিন।
আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাস খুব শীঘ্রই আসবে  আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর ফুল সিরিজ টি ফলোও করুন আশা করছি আপ্নারা খুব ভাল করেই শিখতে পারবেন । আর এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন  অবশ্যই ।

নতুন নতুন টিপস্ ও রেডিমেট ডকুমেন্ট ফরমেট পেতে 
আমার ফেসবুক পেজে লাইক দিন  

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: মোঃ নাছির উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x