আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন অফিসে কোন বিষয়ের ধারণা দেওয়ার জন্য PowerPoint Presentation-এর সাহায্য নিয়ে থাকি। আবার কোন বিষয়ের তথ্য নিবন্ধ করার জন্য ব্যবহার করে থাকি MS Excel. এরকম আরও অনেক মাল্টিটাস্কিং আপনি করতে পারেন মাইক্রোসফট অফিস (MS Office) ব্যবহার করে।
MS Office মাইক্রোসফট কর্পোরেশনের একটি সফ্টওয়্যার। ১৯৯০ সালে নভেম্বরে MS Office-এর প্রথম সংস্করণ মুক্তি পায়। বর্তমানে এটি প্রায় সবাই কমবেশি ব্যবহার করে থাকি।
আজ থেকে আমরা মাইক্রোসফট অফিস 2010 (MS Office-2010) এর সমস্ত কোর্সটি পুরো আলোচনা করব। অতএব আপনারা আমাদের সাথে থেকে পুরো কোর্সটি জানতে পারবেন।
মাইক্রোসফট কর্পোরেশন ধীরে ধীরে উন্নতি সাধনের মাধ্যমে MS Office কে করে তুলেছে আমাদের মনের মতো। মাইক্রোসফট অফিস-এর নজর কাড়া সব ফিচার। এছাড়া আমারা মাইক্রোসফট অফিস পিসি ছাড়াও স্মার্টফোনে ও ওয়েবেও ব্যবহার পারব।
মাইক্রোসফট অফিস 2010-এর ভার্সনঃ
বিভিন্ন ইউজারের কথা মাথায় রেখে মাইক্রোসফট কর্পোরেশনের মাইক্রোসফট অফিসকে কয়েকটি ভার্সনে তৈরী করেছে।
1. Microsoft Office Professional Plus : এটি উচ্চমানে ইউজার বা বড় প্রতিষ্ঠানের জন্য যাদের মুলত বিভিন্ন ডাটাবেস বা তথ্য সংগ্রহের কাজ করতে হয়।
2. Microsoft Office Professional : এটি সাধারণত ব্যবসায়ীদের জন্য তৈরী। এতে মুলত Access Database ব্যবহার করে ম্যানেজমেন্ট করা হয়।
3. Microsoft Office Standard : এটি মুলত যারা ডকুমেন্ট, ওয়ার্কশীট, প্রজেন্টেশন, মার্কেটিং মেটেরিয়াল, ই-মেইল নিয়ে কাজ করে।
4. Microsoft Office Home And Business : ছোট ব্যবসা এবং বাড়িতে ব্যবহারের জন্য তৈরি। এটি মুলত বেসিক অ্যাপ্লিকেশন।
5. Microsoft Office Home And Student : এই ভার্সনটি ছাত্র/ছাত্রী ও বাড়িতে ব্যবহার করে ডকুমেন্ট, ওয়ার্কশীট, প্রেজেন্টেশন এর কাজে ব্যবহার করেন।
6. Microsoft Office Professional Academic : এই ভার্সন সাধারণত শিক্ষকদের জন্য তৈরী করা হয়েছে। এটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার করা হয়।
প্রয়োজনীয় হার্ডওয়্যার কনফিগারেশনঃ
প্রথমবার যখন আপনি মাইক্রোসফট অফিস 2010 দেখবেন, তখন নিশ্চই এর নজর কাড়া ইন্টারফেস দেখে অবাক হবেন। এম এস অফিস (MS Office) ইনস্টল করার জন্য যে কনফিগারেশন প্রয়োজন তা হল ।
1. 500MHz বা তার চেয়ে বেশী স্পীডের প্রসেসর যুক্ত কম্পিউটার।
2. 256MB বা তার চেয়ে বেশী RAM.
3. 2GB বা তার চেয়ে বেশী হার্ডডিস্কে জায়গা প্রয়োজন।
4. 1024×768 পিক্সেল (Pixel) বা তার চেয়ে বেশি রেজুলেশনের মনিটর।
5. Windows Os -এর ক্ষেত্রে Windows XP Service Pack 3 / Windows Vista / Windows 7/ Windows 8 / Windows 8.1 Pro / Windows 10
মাইক্রোসফট অফিস 2010 কোর্সে কি কি থাকছেঃ
পর্যায়ক্রমে (পর্বের) নীচের মাইক্রোসফট অফিসের অ্যাপ্লিকেশন গুলি আলোচনা করব।
Microsoft Word 2010
Microsoft Excel 2010
Microsoft PowerPoint 2010
Microsoft Publisher 2010
Microsoft Access 2010
Note : মাইক্রোসফট অফিস 2010 (Microsoft Office 2010) অ্যাপ্লিকেশনটি ডাউনলোড ও ইনস্টল করে নিন।
পরবর্তী পর্ব থেকে Microsoft Word 2010-এর বিষয়ে আলোচনা শুরু করব।
পরবর্তী পর্ব দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
** পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন যারা শিখতে ইচ্ছুক।