শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

ডোমেইন রেজিস্ট্রেশন কি ভাবে হয় ?

মোঃ নাছির উদ্দিন / ১৩৮৫ বার
আপডেটের সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

প্রথমে রেজিস্ট্রি কোম্পানি থেকে রেজিস্ট্রার কোম্পানি, তার পর আমারা রেজিস্ট্রার কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করে থাকি। এই টোটাল প্রসেসিং টা নিয়ন্ত্রণ করে আইক্যান ( icann ).
সংক্ষেপে বলি, আইক্যান /রেজিস্ট্রি কোম্পানি/রেজিস্ট্রার কোম্পানি/ডোমেইন রেজিস্ট্রেশন।
In short: ICANN → Registry → Registrar → Registrant
icann এর পূর্ণরূপ হচ্ছে, The Internet Corporation for Assigned Names and Numbers. আইক্যান মূলত সারা বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রণ সংস্থা।
আইক্যান সংস্থাটি অলাভজনক প্রতিষ্ঠান। আইক্যান কোম্পানি নিজেরা কোন ডোমেইন সরাসরি রেজিস্ট্রেশন করে না। তবে, বিভিন্ন রেজিস্ট্রার কোম্পানিগুলোকে ডোমেইন রেজিস্ট্রেশন করার অনুমোদন দেয়। রেজিস্ট্রি কোম্পানি এবং রেজিস্ট্রার কোম্পানির নিয়ন্ত্রণ এবং ডোমেইন গ্রাহকদের অধিকার সেবা নিশ্চিত করাই হল আইক্যান এর প্রধান কাজ।
ডোমেইন রেজিস্ট্রি কি ?
যে কোম্পানিগুলো TLD / ডোমেইন এক্সটেনশন এর মালিক তাদেরকে রেজিস্ট্রি কোম্পানি বলা হয়।
আমি যদি আরো সহজ ভাবে বলিঃ একটি রেজিস্ট্রি এমন একটি সংস্থা যারা ডোমেইন এক্সটেনশানগুলি বা TLD তৈরি করে এবং নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ বলি, Verisign হল .COM ডোমেইনের রেজিস্ট্রি অপারেটর।
ডোমেইন এক্সটেনশান বা TLD এর জন্য রেজিস্ট্রি অপারেটরদের সাথে আইক্যান এর চুক্তি হয় এবং অনুমোদন নিতে হয়।
যেমন, এখানে কিছু রেজিস্ট্রি কোম্পানির তালিকা দেওয়া হলঃ
.com .net এর রেজিস্ট্রি কোম্পানিঃ Verisign
.info এর রেজিস্ট্রি কোম্পানিঃ Afilias
.me এর রেজিস্ট্রি কোম্পানিঃ domain.me (DoMEn d.o.o)
.co এর রেজিস্ট্রি কোম্পানিঃ .CO Internet S.A.S.
.xyz এর রেজিস্ট্রি কোম্পানিঃ gen.xyz (registry); CentralNic (registry technical operator)
.me এর রেজিস্ট্রি কোম্পানিঃ domain.me (DoMEn d.o.o)
.tv এর রেজিস্ট্রি কোম্পানিঃ The.tv Corporation (a Verisign company)
.org এর রেজিস্ট্রি কোম্পানিঃ Public Interest Registry (technical service by Afilias)
এরকম অসংখ্য TLD রয়েছে এবং অসংখ্য TLD এর রেজিস্ট্রি কোম্পানি রয়েছে।
ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি কি ?
রেজিস্ট্রার কোম্পানিগুলো আপনাকে, আমাকে ডোমেইন নাম ক্রয় এবং নিবন্ধ করার অনুমতি দেয়।
সমস্ত রেজিস্ট্রার কোম্পানিগুলো আইক্যান ( icann ) দ্বারা স্বীকৃত বা অনুমোদন নিতে হয়।
তারপর, রেজিস্ট্রি অপারেটর কোম্পানিগুলো সাথে চুক্তিবদ্ধ হয়। তার পর আপনার কাছে, আমার কাছে তারা ডোমেইন নাম ক্রয় এবং নিবন্ধ করার অনুমতি দেয়।
কিছু জনপ্রিয় ডোমেইন রেজিস্ট্রার কোম্পানিঃ
Epik, Inc.
Dynadot LLC
Namecheap, Inc.
GoDaddy LLC.
Porkbun LLC.
123 Reg Ltd.
NameSilo, LLC
1&1 IONOS Inc.
Domain.com, LLC.
Google Domains
Sav.com, LLC
Name.com, Inc.
NetworkSolutions
101Domain
Porkbun
NameBright
Fabulous
এরকম অসংখ্য রেজিস্ট্রার কোম্পানি রয়েছে।

নতুন নতুন টিপস্ ও রেডিমেট ডকুমেন্ট ফরমেট পেতে 
আমার ফেসবুক পেজে লাইক দিন  

তথ্য সংগ্রহ ও উপস্থাপনায়: মোঃ নাছির উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x