ক্যানভা হচ্ছে অনলাইন বেসড গ্রাফিক্স ডিজাইন টুল যার মাধ্যমে খুব সহজেই গ্রাফিক্স এর কাজ করা যায়। কোন সফটওয়্যার ডাউনলোড ছাড়ায় সরাসরি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়। এটিতে অনেক রেডিমেট টেমপ্লেট রয়েছে যা ফ্রিতে ব্যবহার করা যায়।
ক্যানভাতে থাকা রেডিমেট টেমপ্লেট বা ডিজাইন এর সাহায্যে নিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার, লগো, পেসক্রিপশন, আইডি কার্ড, ফ্লায়ার, ব্রউচার ইত্যাদি বানিয়ে ফেলা যায়।এসকল তৈরীকৃত ডিজাইন পি.এন.জি বা জে.পি.জি সহ বিভিন্ন ধরনের ফরম্যাটে ডাউনলোড করা যায় এবং অনলাইনে সেভ রাখা যায়। রেডিমেট টেমপ্লেট বা ডিজাইনে পাবেন বিভিন্ন রং, টেক্সট, ব্যাকগ্রাউন্ড আর কিছু ডিাজাইন এ্যাড করে খুব সহজেই নিজের নতুন একটি ডিজাইন তৈরী করে ফেলা যাবে।
ক্যানভা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের মোটামুটি সকল প্রকার কাজ করা যায় ।
এর মধ্যে কিছু হল:
* ডাউনলোড ছাড়ায় অনলাইনে করা হয়।
* সহজে ইমেইল একাউন্ট দিয়ে এ্যাকাউন্ট খোলা যায়।
* ফ্রিতে ব্যবহার করা যায়।
* তৈরীকৃত ডিজাইন ক্যানভাতেই সেইভ রাখা যায় ফলে যখন খুশী তখন এডিট, ডাউনলোড এবং ডিলিট করা যায়।
* অসংখ্য রেডিমেট টেমপ্লেট বা ডিজাইন আছে যা সহজেই এডিট করে নিজস্ব ডিজাইন বানানো যায়।
আপনি যদি সাধারণ কোন মানুষ হয়ে থাকেন । গ্রাফিক্স সম্পর্কে যার জ্ঞান খুবই কম বা শূন্যের কোঠায় ।কিন্তু গ্রাফিকের কাজের প্রয়োজন হয় । তাহলে আপনি Canva অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন ।