টিভি বা দূরদর্শন আমাদের চিরকালই দেখার শখ সব বয়সের কম বেশি থাকে, তা সংবাদ বা খেলা যাই হোক না কেন। কিন্তু আমাদের এই ব্যাস্ততাময় জীবনে সময় করে সেই বোকা বাক্সের (টিভি) সামনে বাসার সুযোগ সকলের হয়ে ওঠে না। তাই আমরা মোবাইলে সেই আশা মেটাতে খুজতে শুরু করি এমন কোন অ্যাপ বা ওয়েবসাইট যেখানে লাইভ টিভি দেখা সম্ভব।
মোবাইলে লাইভ টিভি (Live TV) দেখার ইচ্ছা আমাদের সকলের কম বেশি থাকে কিন্তু বর্তমানে বিনামূল্যে লাইভ টিভি পরিষেবা পাওয়া যায় না বললেই চলে। আর যদিও বা পাওয়া যায় সেগুলিতে পরিষেবার পরিমাণ সামান্য ও বিভিন্ন শর্তাবলী চাপিয়ে দেয়। আজ এই বিষয়ের সমাধানের জন্য একটি অ্যান্ড্রয়েড অ্যাপস (Android apps) নিয়ে আলোচনা করব যার সাহায্যে ভারত ছাড়াও আরো অনেক দেশের চ্যানেলের টিভি শো, রেডিও সম্প্রচার সরাসরি বা লাইভ উপভোগ করতে পারবেন সম্পুর্ন বিনামূল্যে।
অ্যাপ ডাউনলোড ও ইনস্টল পদ্ধতিঃ
প্রথমে আপনার মোবাইলের যেকোন ইন্টারনেট ব্রাউজারে HD Streamz লিখে সার্চ করুন অথবা এই লিঙ্কে গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন এবং ইনস্টল করে নিন। নিচে HD Streamz-এর অফিসিয়াল (Official) ওয়েব সাইটের ছবি দেওয়া হল।
HD Streamz অ্যাপের ব্যবহার পদ্ধতিঃ
নতুন নতুন টিপস্ ও রেডিমেট ডকুমেন্ট ফরমেট পেতে
আমার ফেসবুক পেজে লাইক দিন