যারা ইংলিশ বুঝেন তারা ফাইভারের এই ব্লগ লিংক পড়ে নিন।
http://blog.fiverr.com/level-systems-update-what-fiverr-sellers-need-to-know/
#আবার নতুন ভাবে আপডেট হয়ে গেল ফাইভারের লেভেল সিস্টেম। এখন আর শুধু অল্প কিছু অর্ডার কমপ্লিট করলেই লেভেল আপ করা যাবেনা। লেভেল আপ এর জন্য ফাইভারের শর্ত পুরন হলেই লেভেল আপ হবে।
চলুন যেনে নেই লেভেল আপ হওয়ার জন্য কি কি শর্ত পুরন করতে হবে।
· লেভেল -১ লেভেল ১ হতে হলে নিন্মোক্ত শর্ত পূরন করতে হবে
# কমপক্ষে ৬০ দিন ফাইভারে একটিভ থাকতে হবে অর্থাত আপনার একাউন্ট এর বয়স কমপক্ষে ৬০ দিন (২মাস) হতে হবে।
# কমপক্ষে ১০ টা অর্ডার কমপ্লিট করতে হবে।
# কমপক্ষে ৳৪০০ ডলার ইনকাম করতে হবে।
# মিনিমাম ৪,৮ স্টার রেটিং থাকতে হবে
# ৯০% রেস্পন্স রেট রাখতে হবে
# ৯০% অর্ডার কমপ্লিট হতে হবে
# অন টাইম ডেলিভারি ৯০% হতে হবে
# এবং কোন ৩০ দিনের মধ্যে কোন ওয়ার্নিং খাওয়া যাবেনা ।
· লেভেল – ২
লেভেল ২ হতে হলে নিন্মোক্ত শর্ত পুরন করতে হবে।
# কমপক্ষে ১২০ দিন ফাইভারে একটিভ থাকতে হবে অর্থাত আপনার একাউন্ট এর বয়স কমপক্ষে ১২০ দিন (৪মাস) হতে হবে।
# কমপক্ষে ৫০ টা অর্ডার কমপ্লিট করতে হবে।
# কমপক্ষে ৳২০০০ ডলার ইনকাম করতে হবে।
# মিনিমাম ৪,৮ স্টার রেটিং থাকতে হবে
# ৯০% রেস্পন্স রেট রাখতে হবে
# ৯০% অর্ডার কমপ্লিট হতে হবে
# অন টাইম ডেলিভারি ৯০% হতে হবে
# এবং কোন ৬০ দিনের মধ্যে কোন ওয়ার্নিং খাওয়া যাবেনা ।
· টপ রেটেড
টপ রেটেড হতে হলে নিন্মোক্ত শর্ত পূরন করতে হবে।
# কমপক্ষে ১৮০ দিন ফাইভারে একটিভ থাকতে হবে অর্থাত আপনার একাউন্ট এর বয়স কমপক্ষে ১৮০ দিন (৬মাস) হতে হবে।
# কমপক্ষে ১০০ টা অর্ডার কমপ্লিট করতে হবে।
# কমপক্ষে ৳২০০০০ ডলার ইনকাম করতে হবে।
# মিনিমাম ৪,৮ স্টার রেটিং থাকতে হবে
# ৯০% রেস্পন্স রেট রাখতে হবে
# ৯০% অর্ডার কমপ্লিট হতে হবে
# অন টাইম ডেলিভারি ৯০% হতে হবে
# এবং কোন ১৮০ দিনের মধ্যে কোন ওয়ার্নিং খাওয়া যাবেনা ।
ফাইভারে টপ রেটেড ব্যাজ ম্যানুয়ালি আপডেট করবে। আর অন্য ব্যাজ গুলো শর্ত পুরন হলেই আপডেট হয়ে যাবে অটোমেটিক।
সবশেষে এই লেভেল নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যেমন , যারা অলরেডি লেভেল পাইছে তারা কি লেভেল হারাবে, এমন অনেক প্রশ্ন আছে।
সোজা বাংলায় যদি এর উত্তর দিতে হয় তাহলে বলবো আপনার এনালাইটিক্স অপশন থেকে নীচের দিকে তাকান। যদি কোন অপশনে লাল চিহ্ন দেখতে পান তাহলে এই লাল চিহ্ন যদি পরবর্তী আপডেট অর্থা ৬০ দিনের মদ্ধ্যে সবুজ এ পরিনত করতে না পারেন তাহলে আপনি যে লেভেল এই থাকেন না কেনো আপনি লেভেল হারাবেন । আবার যখন সব সবুজ চিহ্ন অর্জন করবেন তখন আবার আপনি পরবর্তী লেভেল এ চলে যাবেন (শুধুমাত্র টপ রেটেড ছাড়া। এই ব্যাজ ফাইভার ম্যানুয়ালী করবে) ।
এখন আপনার কোন অপশনে লাল চিহ্ন আছে সেটা আপনিই জানেন। যদি ক্যান্সেল এ থাকে তাহলে পরবরতী ৬০ দিনে ক্যান্সেল রেট কমাই আনেন, যদি রেস্পন্স রেট এ থাকে তাহলে সেটা কমান ,এইভাবে যেটাই আপনার ঘাটতির জন্য লাল চিহ্ন আছে সেটা কমিয়ে ফেলেন সামনের ৬০ দিনের মদ্ধে।
আর আপনার যদি কোন অপশনে কোন লাল দাগ না থাকে তাহলে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানেই থাকবেন । পরবর্তী লেভেল এ যেতে হলে আপনাকে ওই লেভেলের শর্ত পুরন করে তারপর যেতে হবে।
পরবর্তীতে আপনি কোন অবস্থায় থাকবেন বা থাকবেন না সেটা আপডেট (১৫ জানুয়ারি) হওয়ার পরই বুঝতে পারবেন।
সর্বশেষ এখন ৬০ দিন্ পর ফাইভার আপনার প্রোফাইল আপডেট হবে কিন্তু জানুয়ারী মাস থেকে প্রতি ৩০ দিন অর্থাৎ ১ মাস পর পর ( প্রতি মাসের ১৫ তারিখ) আপনার প্রোফাইল আপডেট হবে।
নতুন নতুন টিপস্ ও রেডিমেট ডকুমেন্ট ফরমেট পেতে
আমার ফেসবুক পেজে লাইক দিন