শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
Logo
নোটিশ :
Wellcome to our website...

ক্যানভা কী ? Canva দিয়ে কি কি কাজ করা যায় ?

মোঃ নাছির উদ্দিন / ১০৮৯ বার
আপডেটের সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

ক্যানভা হচ্ছে অনলাইন বেসড গ্রাফিক্স ডিজাইন টুল যার মাধ্যমে খুব সহজেই গ্রাফিক্স এর কাজ করা যায়। কোন সফটওয়্যার ডাউনলোড ছাড়ায় সরাসরি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করা যায়। এটিতে অনেক রেডিমেট টেমপ্লেট রয়েছে যা ফ্রিতে ব্যবহার করা যায়।

ক্যানভাতে থাকা রেডিমেট  টেমপ্লেট  বা ডিজাইন এর সাহায্যে নিয়ে খুব সহজেই বিভিন্ন  ধরনের সোশ্যাল মিডিয়া ব্যানার, লগো, পেসক্রিপশন, আইডি কার্ড, ফ্লায়ার, ব্রউচার ইত্যাদি বানিয়ে ফেলা যায়।এসকল তৈরীকৃত ডিজাইন পি.এন.জি বা জে.পি.জি সহ বিভিন্ন ধরনের ফরম্যাটে ডাউনলোড করা যায় এবং অনলাইনে সেভ রাখা যায়। রেডিমেট  টেমপ্লেট  বা ডিজাইনে পাবেন বিভিন্ন রং, টেক্সট, ব্যাকগ্রাউন্ড আর কিছু ডিাজাইন এ্যাড করে খুব সহজেই নিজের নতুন একটি ডিজাইন তৈরী করে ফেলা যাবে।

Canva দিয়ে কি কি কাজ করা যায় ?

ক্যানভা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের মোটামুটি সকল প্রকার কাজ করা যায় ।

এর মধ্যে কিছু হল:

  • যেকোনো প্রকার সাইজের ছবি তৈরি করা যায় এবং এক্সপোর্ট করা যায় ।
  • যেকোনো ধরনের কাজের জন্য লোগো তৈরি করা যায় ।
  • যেকোনো সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করা যায় ।
  • কভার ফটো, প্রোফাইল ফটো, পোস্ট, স্টরি ইত্যাদি তৈরি করা যায় ।
  • নিজে নিজে চাইলে কাস্টম ভাবেও কোন কিছুর ডিজাইন করা যায় ।

Canva এর সুবিধা

  • Canva এর মধ্যে অনেক টেমপ্লেট, প্রায় কয়েক মিলিয়ন ফ্রিতে পাওয়া যায় । ফ্রি অ্যাপ দিয়ে কাজ ছিল যায় । প্রিমিয়াম টিমপ্লেট গুলো আরো অনেক সুন্দর।
  • ছবি তৈরি করার সাথে সাথে এক্সপোর্ট বা শেয়ার করা যায় ।
  • ক্যানভা ব্যবহার খুবই সহজ । এর মোবাইল ভার্সন এবং ওয়েব ভার্সন রয়েছে । যেকোনো একটি ব্যবহার করে খুব সুন্দর ডিজাইন করা যায়।
  • এর মোবাইল অ্যাপ থাকায় মোবাইলের মাধ্যমে ব্যবহার করা আরো খুব সহজে ডিজাইন করা যায় ।
  • আপনার যেকোনো ধরনের ডিজাইন অটো সেভ করে রাখবে   যদি কোন ভাবে অ্যাপ্লিকেশনটি কেটেও যায় বা অ্যাপ্লিকেশনটি বন্ধ করে ফেলেন । তাহলেও আপনার ছবি সেভ হয়ে থাকবে ।
  • এর কার্যকারিতা বিবেচনায় এর প্রিমিয়াম ভার্সনের সাবক্রিপশন ফী অনেক কম ।

ক্যানভা গ্রাফিক্স টুল জনপ্রিয় হওয়ার কারনগুলো হচ্ছে:

* ডাউনলোড ছাড়ায় অনলাইনে করা হয়।

* সহজে ইমেইল একাউন্ট দিয়ে ‌এ্যাকাউন্ট খোলা যায়।

* ফ্রিতে  ব্যবহার করা যায়।

* তৈরীকৃত ডিজাইন ক্যানভাতেই সেইভ রাখা যায় ফলে যখন খুশী তখন এডিট, ডাউনলোড এবং ডিলিট করা যায়।

* অসংখ্য রেডিমেট  টেমপ্লেট  বা ডিজাইন আছে যা সহজেই এডিট করে নিজস্ব ডিজাইন বানানো যায়।

 

শেষ কথা

আপনি যদি  সাধারণ কোন মানুষ হয়ে থাকেন । গ্রাফিক্স সম্পর্কে যার জ্ঞান খুবই কম বা শূন্যের কোঠায় ।কিন্তু গ্রাফিকের কাজের প্রয়োজন হয় । তাহলে আপনি Canva অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন







Theme Created By ThemesDealer.Com
x
x