আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা কমন প্রবলেম!
কি শিখবো?
কিভাবে শিখবো?
কোথা থেকে শিখবো?
কম বেশি সবারই এই সমস্যা হয়ে থাকে! এবং তাদের জন্য আমি কিছু কথা বলতে চাই!
কি শিখবেন?
ফ্রিল্যান্সিং এর কয়েকটা সেক্টর আছে! তার ভিতর জনপ্রিয় কিছু সেক্টরের নামঃ
– Web Design & Development
– Graphics Design
– Digital Marketing
– SEO
– Affiliate Marketing
– Video Editing
– App Development
– Etc, Etc
এর ভিতরে যারা একেবারে নতুন তারা হয়তো ভাবছেন এগুলো কোনটার কাজ কি?
আর সেটা জানার জন্য জন্য আপনাকে গুগল/ Youtube এ বিষয়টি লিখে সার্চ করতে হবে।
ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিজের প্রচেষ্টাতে শেখা। কেউ হয়তো আপনাকে গাইডলাইন দিতে পারবো শেখাটা নির্ভর করবে আপনার নিজেও উপর৷ এখন বলবেন ভাই তাহলে শিখবো কিভাবে?
উপরেই বল্লাম শিখতে হবে আপনার নিজের প্রচেষ্টায়। কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে যতটুকু না শিখতেন তার থেকে ভালো শিখতে পারবেন যদি নিজে নিজে চেষ্টা করেন।
কোথা থেকে শিখবো?
বর্তমান সময়ে এমন কোনো জিনিস নেই যেটা আপনি গুগল / Youtube এ সার্চ করবেন এবং সেটা পাবেন না। সুতরাং আপনাকে এতটুকু দক্ষতা অর্জন করা লাগবে কোনো কিছু সার্চ করে সঠিক তথ্য বের করা। আপনি কোনো সমস্যায় পড়লেন Google / Youtube এ সার্চ করলেন। কোনো কিছু শেখার প্রয়োজন Google / Youtube এ সার্চ করলেন। এবং সেখান থেকে আর্টিকেল পড়ে অথবা ভিডিও দেখে শিখলেন। আর এটুকু যদি না পারেন ভাই ফ্রিল্যান্সিং আপনার জন্য না।
কোনটা শিখলে ভালো হবে?
এ বিষয়টি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনার কোনটা ভালো লাগে?
আপনার ভালো লাগে কোডিং এবং আপনি শিখলেন Graphics Design তাহলে বিষয়টি কেমন হলো? সুতরাং এটা ডিসাইড করুন আপনি নিজে।